জগন্নাথপুর থানার ওসিকে সংবর্ধনা প্রদান

36

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আইন শৃংখলা রক্ষা ও কর্ম ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় আইজিপি ব্যাজ পদক সহ ৬ বার সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি হওয়ায় জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর এলাকার বাসিন্দা ব্রিটিশ ম্যাজিস্ট্রেট সুয়েব আহমদ তালুকদার কর্তৃক প্রতিষ্ঠিত মনাই মিয়া ও মাষ্টার মন্তেশ্বর আলী ফাউন্ডেশন এর উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়। শনিবার হবিবপুর সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর (ডিএসবি) বাড়ির বাসিন্দা যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস এর সাবেক স্পীকার ডেভলাপম্যান্ট কমিটির চেয়ারম্যান কাউন্সিলর আবদুল মুকিত চুনু এমবিই। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্যের মিডল্যান্ড আ’লীগের সহ-সভাপতি আকমল খান, পৌর কাউন্সিলর দিলোয়ার হোসেন, জগন্নাথপুর সরকারি কলেজের প্রভাষক আবদুর রউফ, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের প্রতিষ্টাতা ট্রাস্টি আবদুন নুর, সানলাইফ কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক কবির উদ্দিন।
হাসপাতাল পয়েন্ট বাজার কমিটির সভাপতি সাজিদুর রহমানের সভাপতিত্বে ও হবিবপুর সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নোমান আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন শিক্ষানুরাগী দিলদার হোসেন দিলু, দিলু মিয়া, সাবেক ইউপি সদস্য আছকন আলী, হাসপাতাল পয়েন্ট বাজার কমিটির সেক্রেটারী আবদুল হান্নান, সাংবাদিক আবদুল হাই, বিদ্যালয়ের ছাত্রী হাছনা আক্তার ও তাহরিমা আক্তার শান্তা। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছাত্রী নার্গিস আক্তার ও গজল পরিবেশন ছাত্রী মোফছিয়া রহমান।
এ সময় শিক্ষানুরাগী আবদুল আজিজ, বজলুর রশীদ চৌধুরী, জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমান, হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালেহা পারভীন, সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি সিজিল মিয়া, শিক্ষানুরাগী আনছার মিয়া, আলকাব আলী, আবুল হোসেন দুদু, শ্রমিকলীগ নেতা জাহাঙ্গীর মিয়া, সমাজ সেবক শুকুর আলী, মিনার আলী, সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি খালেদ হোসেন চুনু, ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান, মুহিন মিয়া, শিপার আহমদ, হুমায়ুন আহমদ, সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন, ইয়াছমিন বেগম, চম্পা রাণী দেবনাথ, ছালেহ আহমদ, মোছাদ্দিক হোসেন, মুক্তা রাণী দেব, নাঈমুল হাসান রুবেল সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।