আর্তমানবতার সেবায় প্রবাসীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বের দাবি রাখে – দেবজিৎ সিনহা

26

সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী দেবজিৎ সিনহা বলেছেন, আর্তমানবতার সেবায় প্রবাসীদের ভূমিকা অত্যান্ত গুরুত্বের দাবী রাখে। তারা বিদেশে থেকেও দেশের মানুষের প্রতি যে ভালোবাসা দেখান, সহানুভূতির হাত বাড়ান। তাদের ঋন শোধ করা যাবেনা। দরিদ্রতার কারণে যারা চিকিৎসা করাতে পারেনা। সন্তান্দেরকে পড়া লেখা করাতে অক্ষম তাদের পাশে যেন, সরকারের পাশাপাশি এ সংগঠনের মত অন্যান্যরাও এগিয়ে আসে। দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের মাধ্যমে আমাদের দেশ উন্নত দেশে পরিনত হচ্ছে। দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে আমাদের প্রত্যাশা ৪১ সালের পূর্বেই প্রধানমন্ত্রীর টার্গেট বাস্তবায়িত হবে।
১২ মার্চ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গ্রেটার লামাকাজী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ.কে আয়োজিত ১০ম চক্ষু শিবিরের চতুর্থ ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।
গ্রেটার লামাকাজী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ.কে’র উদ্যোগে ও ভার্ড চু হাসপাতালের সহযোগিতায় গ্রেটার লামাকাজী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ,কে’র প্রতিষ্ঠাতা সভাপতি ও মোগলগাঁও ইউপি চেয়ারম্যান হিরণ মিয়ার সভাপতিত্বে ও লামাকাজী ইউপিরর প্যানেল চেয়ারম্যান এনামূল হক এনামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গ্রেটার লামাকাজী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ.কে এর সভাপতি মোহাম্মদ শাহনূর, অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি দৌলত খান বাবুল, ইউপি সচিব নেহারজিত পাল, উপদেষ্টা গোলাম সরওয়ার, সাইস্তা মিয়া, ভাইস চেয়ারম্যান মশরফ আলী, সদস্য শাহাদত খান রুহেল, ইউপি সদস্য ফজলু মিয়া, জহুরা বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি