কানাইঘাটে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

32

কানাইঘাট থেকে সংবাদদাতা :
সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় কানাইঘাট উপজেলা কৃষি অফিসের আয়োজনে ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০১৯’র শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বর্ণাঢ্য র‌্যালি পরবর্তী নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলা প্রশাসন চত্তরে কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করেন। উপজেলা কৃষি কর্মকর্তা কাজী আনোয়ার হোসেনের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের আহ্বায়ক সাবেক মেয়র লুৎফুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং, মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার, কৃষি সম্প্রসারন অফিসার সজ্বীব সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্ত, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন সহ আরো অনেকে। ৩দিন ব্যাপী প্রযুক্তি মেলার উদ্বোধন শেষে মেলায় অংশ গ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কৃষি ভিত্তিক ষ্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। মেলার উদ্বোধন করে নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা তার বক্তব্যে বলেন সিলেট অঞ্চলে অনাবাদি জমি চাষাবাদের আওতায় আনা সহ হাওর উন্নয়নে সরকার নানা মুখী পদক্ষেপ গ্রহণ করেছে। কৃষকরা যাতে করে দেশকে খাদ্যে সয়ং সম্পূর্ণ ও অধিক ফসল উৎপাদন করে লাভবান হন এ জন্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নত মানের ফসলাদী উৎপন্ন করতে পারেন তার জন্য সিলেট অঞ্চলের কৃষি শিল্পের সাথে যারা জড়িত রয়েছেন তাদের নানা ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কানাইঘাট কে সব দিক থেকে কৃষি প্রক্রিয়া করণ কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।