নগরীর ১ নম্বর ওয়ার্ডে ইউএনডিপি’র শিক্ষা ভাতা প্রদান

34

জাতিসংঘের সাধারণ পরিষদের সহায়ক সংস্থা ইউএনডিপি এর অর্থায়নে নগরীর ১নম্বর ওয়ার্ডে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে শিক্ষা ভাতা প্রদান করা হয়েছে। গত রবিবার সন্ধ্যায় কাউন্সিলর কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর এডভোকেট সালমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী। তিনি বলেন, শিক্ষার আলো না থাকলে সমাজ থেকে অন্ধকার দূর হবে না। ছেলেদের পাশাপাশি প্রত্যেক মেয়েদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে। নারীদের সাবলম্বী, বাল্যবিয়ে বন্ধসহ প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে জাতিসংঘের সাধারণ পরিষদের সহায়ক সংস্থা ইউএনডিপি’র কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনডিপি’র টাউন ম্যানেজার এবিএম জিয়াউল কবির, খান মো. আলমগীর। বক্তব্য রাখেন ক্লাস্টার কোষাধ্যক্ষ সাফিয়া খাতুন চৌধুরী, সিডিসি সেক্রেটারি নাজমা খানম চৌধুরী, সিডিসি কোষাধ্যক্ষ তাছলিমা আক্তার, সিডিসি ভাইস প্রেসিডেন্ট রুমানা আহমদ, ১ নম্বর ওয়ার্ড ভলেন্টিয়ার গ্রুপের সহ-সভাপতি নজির হোসেন, সাধারণ সম্পাদক মো. আজিমুজ্জামান, মোস্তাফিজুর রহমান, খালেদ আহমদ মাসুদ, ইসমত আলী, ইমন আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি