রাজনীতিতে নারী শীর্ষক ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিলেট আঞ্চলিক কর্মশালা

19

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অগ্রগতির জন্য সমতা : রাজনীতিতে নারী শীর্ষক ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিলেট আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে বিভাগীয় কর্মশালা সোমবার দুপুরে নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি কেটি ক্রোর এর সভাপতিত্বে এবং আওয়ামীলীগ সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এটিএম হাসান জেবুল, মহিলা লীগ সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ জেড রওশন জেবিন রুবা, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আহমদ মুকুলের যৌথ সঞ্চালনায় কর্মশালায় প্যানেল বক্তা হিসেবে আলোচনায় অংশ নেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রিয় নির্বাহী সদস্য, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাবেক এমপি রোকেয়া পদকপ্রাপ্ত সৈয়দা জেবুন্নেছা হক,নির্বাচন কমিশনের আবাসিক নির্বাচন কর্মকর্তা ইসরাইল হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল আলম রুহেল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক জাহেদা শারমিন সাথী, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি সামিয়া বেগম চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন হোসেন, মহানগর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও মহানগর মহিলা লীগের সভাপতি কাউন্সিলর শাহানারা বেগম, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রুবি ফাতেমা ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট সালমা সুলতানা, সহ-সাধারণ সম্পাদক হেলেন আহমদ, হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জামিলা বেগম, সিলেট জেলা মহিলা দলের সভাপতি জাহানারা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আমিনা বেগম রুমি, সিলেট মহানগর মহিলা দলের সভাপতি সাবেক কাউন্সিলর সালেহা বেগম শেপী, সাধারণ সম্পাদক নিগার সুলতানা ডেইজি, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি সালমা বাসিত, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর সিলেট জোনাল ম্যানেজার সুদীপ্ত চৌধুরী,ডেপুটি কো-অর্ডিনেটর রাহিমা বেগম, রাজনৈতিক ফেলো তারান্নুম চৌধুরী, রিনা হোসেন, ফাতেমা জামান রোজী, তানিয়া রহমান, এডভোকেট আসমা বেগম, সাজেদা পারভীন, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য সৈয়দা জেরিন আক্তার, সালমা বেগম, সিলেট জেলা পরিষদের সদস্য সাজনা সুলতানা হক চৌধুরী, সুষমা সুলতানা রুহী। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর চীফ অব পার্টি কেটিক্রোক। বিজ্ঞপ্তি