ম্যানেজিং কমিটি গঠনসহ বিভিন্ন বিষয়ে বিবিআইএসে মতবিনিময়

27

হাইকোর্টের রায়ের আলোকে ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষা ব্যয় কমিয়ে আনা এবং জেলা প্রশাসনের নির্ধারিত ৩১ মার্চের মধ্যে অভিভাবকদের সমন্বয়ে ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে বিবিআইএসের অধ্যক্ষের সঙ্গে মতবিনিময় করেছে সিলেট ইংলিশ মিডিয়াম স্কুল অভিভাবক এসোসিয়েশন। ১০ মার্চ রবিবার সকালে বৃটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের মদিনা মার্কেটস্থ ক্যাম্পাসে প্রতিষ্ঠানের অধ্যক্ষ জাহাঙ্গীর আহমদ চৌধুরী অভিভাবক নেতৃবৃন্দকে জানান, ইতোমধ্যে ক্যাম্পাসের নোটিশ বোর্ডে খসড়া ভোটার তালিকা টাঙানো হয়েছে, জেলা প্রশাসন রিটার্নিং অফিসার নিয়োগ দিলেই বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। অভিভাবক নেতৃবৃন্দের অনুরোধের প্রেক্ষিতে তিনি আগামী ১৪ মার্চ অনুষ্ঠেয় বার্ষিক পিকনিকের অভিভাবক ফি ১০০০ টাকা থেকে কমিয়ে ৮০০ টাকা নির্ধারণ করেন। অভিভাবক নেতৃবৃন্দ আসন্ন ম্যানেজিং কমিটির নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে তাদের সার্বিক সহযোগিতার এবং স্কুলের সর্বাঙ্গীন উন্নয়নে একসঙ্গে কাজ করার আশ্বাস দেন। এসোসিয়েশনের সহ সভাপতি মনজুর আহমদের নেতৃত্বে মতবিনিময়কালে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি কয়েছ উদ্দিন আহমদ, সহসভাপতি সৈয়দ গোলজার আহমদ, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মুকিত অপি, যুগ্ম সম্পাদক সৈয়দ বাহারুল ইসলাম রিপন, যুগ্ম সম্পাদক জাবেদুর রহমান, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক নোমান আহমদ, দপ্তর সম্পাদক শামীম আহমদ, প্রচার সম্পাদক বেলাল আহমদ, অর্থ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, তাহেদুর রহমান, মনজুরুল হক, মাছুম আহমদ, আব্দুল আমিন চৌধুরী, রেজাউল কবির, আব্দুল মুকিত প্রমুখ। পরে এসোসিয়েশনের নেতৃবৃন্দ স্কুলের অন্যান্য অভিভাবকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। বিজ্ঞপ্তি