শিক্ষার উন্নয়নে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে – জেলা প্রাথমিক শিক্ষা অফিসার

39

সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আমিরুল ইসলাম বলেছেন, উন্নত জাতি গঠনে বর্তমান সরকার শিক্ষা উন্নয়নে নিরলস ভাবে কাজ চালিয়ে যাচ্ছে। সরকারের এ উন্নয়ন কাজে সমাজের বিত্তবান সহ প্রবাসীরাও বিভিন্ন ভাবে অবদান রেখে যাচ্ছেন। সুন্দর ভবিষ্যৎ, উন্নত জাতি ও সমৃদ্ধ দেশ গঠনে শিক্ষার বিকল্প নেই। তাই সুশিক্ষা অর্জন এবং এর সফল বাস্তবায়নে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। শিক্ষার উন্নয়ন ব্যতিত সমৃদ্ধ জাতি তথা আলোকিত সমাজ গঠন সম্ভব নয়। তিনি মেধাবীদের বৃত্তি প্রদান করায় দাউদপুর প্রবাসী ট্রাস্টের উদ্যোগেকে সাধুবাদ জানান।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গতকাল ৮ মার্চ শুক্রবার সকালে দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়ন প্রবাসী ট্রাস্টের উদ্যোগে ইলাইগঞ্জস্থ একটি কমিউনিটি সেন্টারে ইউনিয়নের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
দাউদপুর ইউনিয়ন প্রবাসী ট্রাস্টের উপদেষ্টা গউছ উদ্দিনের সভাপতিত্বে ও ট্রাস্টের বাংলাদেশ বাস্তবায়ন কমিটির সদস্য মাওলানা সালেহ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট জেলা পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য নুরুল ইসলাম ইছন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ মোঃ ইমাদ উদ্দিন নাসিরী, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল মুন্তাকিম, সহ সমাজসেবা অফিসার আবুল কালাম, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি মোঃ নাছির উদ্দিন, সিলেট জজ কোর্টের এডভোকেট জুবায়ের আহমদ।
হাফিজ মাহতাব উদ্দিনের পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও ট্রাস্ট্রের বাংলাদেশ বাস্তবায়ন কমিটির সদস্য আশিকুর রহমান টিপুর মেম্বারের শুভেচ্চা বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মাষ্টার ফারুক আহমদ, কামরুল ইসলাম কাবুল, ট্রাস্ট্রের বাংলাদেশ বাস্তবায়ন কমিটির সদস্য মিফতাহুদ্দিন, মাহবুবুল ইসলাম রানা, আতিকুর রহমান, জামিল আহমদ, সেবুল আহমদ, এনাম উদ্দিন ছামি ও আজিজুর রহমান প্রমুখ। মেধাবৃত্তি প্রাপ্তদের মধ্যে থেকে বক্তব্য রাখেন রাখালগঞ্জ দারুল কুরআন ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী এহছান রহমান। বিজ্ঞপ্তি