ছাতকে শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম নির্মাণে মাঠ পরিদর্শনে যুগ্ম সচিব

60

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে মাঠ পরিদর্শন করেছেন ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ মাসুদ করিম ও সুনামগঞ্জের জেলা প্রশাসক আবদুল আহাদ। বৃহস্পতিবার বিকেলে কর্মকর্তারা ছাতক পাবলিক খেলার মাঠ (মন্টুবাবুর মাঠ) সরজমিনে পরিদর্শন করেন। এ সময় মাঠের চতুর্দিকে বিভিন্ন স্থাপনার মালিকগণ মাঠে উপস্থিত হয়ে মাঠের বর্তমান অবস্থা সম্পর্কে তুলে ধরেন। শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম নির্মাণের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ মাসুদ করিম। তিনি বলেন, দেশের প্রতিটি উপজেলায় একটি করে শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম নির্মাণের কাজ হাতে নিয়েছে সরকার। এ ধারাবাহিকতায় প্রথম ধাপে ১৩১টি ষ্টেডিয়াম নির্মাণের কাজ ইতিমধ্যেই শুরু করা হয়েছে। ষ্টেডিয়াম নির্মাণের স্বার্থে মাঠের চারদিকের স্থাপনার মালিকগনকে সার্বিক সহযোগিতা করার আহবান জানান। ষ্টেডিয়াম নির্মাণের ক্ষেত্রে প্রয়োজনে মালিকানা ভূমিও অধিগ্রহণ করার এখতিয়ার রয়েছে সরকারের। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ, ছাতক উপজেলা নির্বাহী াফিসার বেগম আবেদা আফসারী, সহকারি কমিশিনার (ভুমি) সোনিয়া সুলতানা, ষ্টেডিয়াম নির্মাণ প্রকল্পের প্রকৌশলী মোহাম্মদ শাহীন, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আবরু মিয়া তালুকদার, সাবেক পৌর চেয়ারম্যান আবদুল ওয়াহিদ মজনু, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজল, সিলেট ক্রিড়া সংস্থার সেক্রেটারি সেলিম আহমদ, ছাতক উপজেলা ক্রিড়া সংস্থার সেক্রেটারি সৈয়দ লাল মিয়া প্রমুখ।