সিলেটসহ সর্বত্র গ্যাস সংযোগ চালু ও মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধ করতে হবে – প্রতিরোধ আন্দোলন

28

গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন সিলেট এর উদ্যোগে বুধবার (৬ মার্চ) বিকাল ৪টায় জিন্দাবাজারস্থ নজরুল একাডেমীতে ভুক্তভোগী গ্রাহকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ সিলেট এর আহ্বায়ক সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ধীরেন সিংহের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর এর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রবীন রাজনৈতিক ব্যক্তিত্ব এ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, জাসদ জেলা সভাপতি লোকমান আহমদ, গণতন্ত্রী পার্টি সভাপতি মো. আরিফ মিয়া, ন্যাপ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ. ইউ. শহীদুল ইসলাম, সুজন এর সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সিপিবি সাধারণ সম্পাদক এড. আনোয়ার হোসেন সুমন, জাসদ জেলা সাধারণ সম্পাদক ও সংগঠনের যুগ্ম আহ্বায়ক কে,এ কিবরিয়া, জাসদ নেতা সৈয়দ আনছার আলী, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য সুশান্ত সিনহা, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, জালালাবাদ গ্যাস কন্ট্রাক্টর এসোঃ এর পান্না দাশ,ইরশাদ আলী,যুব ইউনিয়ন জেলা সভাপতি খায়রুল হাসান, ছাত্র ফ্রন্ট এর সঞ্চিত শর্মা প্রমুখ। গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন, মো. জাকির আহমদ, সাহাব উদ্দিন, বেলাল আহমদ, নিজাম উদ্দিন, ফখরুল ইসলাম, ফখরুল ইসলাম, মোঃ সুফিয়ান আহমদ প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, সরকার অযৌক্তিকভাবে গ্যাস সংযোগ বন্ধ ও গ্যাসের মূল্যবৃদ্ধির পাঁয়তারা করছে। যা সম্পূর্ণ গণবিরোধী। বক্তারা, অবিলম্বে সিলেট সহ সর্বত্র গ্যাস সংযোগ চালু ও গ্যাসের মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধের আহ্বান জানান।
সভায় আগামী ৯ই মার্চের পরির্বতে ৩০ই মার্চ গ্রাহক সমাবেশের সিদ্ধান্ত হয়। বিজ্ঞপ্তি