ছাতক সড়কে দুর্ঘটনায় নিহত সিএনজি অটোরিক্সা চালকের দাফন সম্পন্ন

63

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে প্রাইভেট কারের ধাক্কায় পিকআপ ভ্যান উল্টে সাইমুদ্দিন (২৫) নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার রাত ১টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের ধারণ গ্রাম সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সাইমুদ্দিন উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের দিঘলী দক্ষিণ চাকল পাড়া গ্রামের ফরিদ মিয়ার পুত্র ও সিএনজি চালক। মঙ্গলবার বিকেলে গ্রামের মাঠে জানাযা নামায শেষে পঞ্চায়েত কবরস্থানে লাশ দাফন করা হয়। সড়কের জয়কলস হাইওয়ে পুলিশের এএসআই শরিফ বলেন, জাউয়া থেকে সিলেট গামী পিকআপ ভ্যান সড়কের ধারণ গ্রাম সংলগ্ন এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে দ্রুতগামীর একটি প্রাইভেট কার ভ্যানকে ধাক্কা দিয়ে পালিয়ে গেলে পিকআপ ভ্যানটি উল্টে রাস্তার পাশের একটি গাছের সাথে আটকা পড়ে। খবর পেয়ে হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই রনু মিয়ার নেতৃত্বে তারা ঘটনাস্থলে যান এবং সেখানে গিয়ে গুরুতর আহত সাইমুদ্দিনকে উদ্ধার করে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবহন শ্রমিক সাহেব আলী বরেন, সাইমুদ্দিন একজন সিএনজি অটোরিকশা চালক ছিলেন। প্রতিদিনের ন্যায় সোমবার রাতে ভাড়ায় চালিত সিএনজি অটো রিকশাটি জাতুয়া গ্রামে রেখে ওই পিকআপ ভ্যানে হয়ে বাড়ি ফিরছিলেন।