ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

40

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতক পৌরশহরের বাগবাড়ি আবাসিক এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৮ ব্যক্তি আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৯টায় বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এদের মধ্যে গুরুতর আহত কামরুল ইসলাম চৌধুরি সজিব, জনি চৌধুরি, তানজিদ চৌধুরিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের ছাতক উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ছাতক সরকারি বহুমুখী মডেল হাইস্কুল মার্কেটের সামন থেকে দূরপাল্লার বাস সততা পরিবহন ও কুমিলা এক্সপ্রেস পরিবহন প্রতিদিন আসা-যাওয়া করে। যাত্রী তোলা নিয়ে রোববার সকালে দুটি বাস কাউন্টারের লোকজনের মধ্যে কথা কাটাকাটি ও বাক-বিতন্ডার ঘটনা ঘটে। বিষয়টি নিস্পত্তির জন্য সোমবার রাতে সালিশ বৈঠক চলাকালে দু’পক্ষ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে অন্তত ৮ ব্যক্তি আহত হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ছাতক থানার ওসি আতিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।