সিন সিয়াওমেং প্রথম নারী রোবট সংবাদ পাঠিকা

121

টিভি চ্যানেলগুলোতে সংবাদ পাঠকের দিন বুঝি শেষ হয়ে এল। প্রাইম টাইমে মিষ্টি চেহারার এক পাঠিকাকে দিয়ে সংবাদ পড়িয়ে তাক লাগিয়ে দিয়েছে চীনের জনপ্রিয় সংবাদ সংস্থা সিনহুয়া। অবিকল নারীর মতো লাগলেও আসলে ওই পাঠিকা একজন রোবট। বিশ্বের প্রথম ওই নারী রোবট সিন সিয়াওমেং।

বেজিংয়ের বার্ষিক সংসদ অধিবেশনের অংশগ্রহণ করা প্রতিনিধিদের সম্পর্কে একটি সংবাদ উপস্থাপন করে সিন সিয়াওমেং। অবিকল মানুষের মতোই তার মুখের অভিব্যক্তি। সংবাদ পাঠিকার মতোই নির্দিষ্ট পদ্ধতি অনুকরণ করে সংবাদ পাঠ করেছে এই রোবট।

কেউ বুঝতেই পারেনি যে ওই পাঠিকা কোনো নারী ছিল না। তার মিষ্টি চেহারার সঙ্গে সবার নজর কাড়ে গোলাপি টপস, কানের দুল এবং চুলের কাট।

সিয়াওমেং হাসি হাসি মুখে যেভাবে সংবাদ পাঠ করেছে তা দেখে আসলেই বোঝার উপায় নেই সে একজন কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট। এক মিনিট দীর্ঘ একটি ভিডিও প্রকাশের পরই ভাইরাল হয়ে গেছে ভার্চুয়াল দুনিয়ায়।