সমাপনী সভায় বক্তারা ॥ রকীব শাহের জীবনদর্শন আবিষ্কার করা একান্ত দায়িত্ব

25

এদেশের প্রকৃতি রকীব শাহকে ভাবুক করে তুলেছিল। তিনি বিশ্বভ্রমণ করেও দেশমাতৃকার প্রেমে সিক্ত ছিলেন। অন্তরের মাঝে ‘মনের মানুষ’কে সন্ধান করেছেন। জেনেছেন আপন ঘরেই পরম স্রষ্টার বসতি।
শনিবার সন্ধ্যায় রকীব শাহের জীবন, কর্ম ও সাধনা শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথাগুলো বলেন। রকীব শাহ পরিষদ আয়োজিত তিনদিনব্যাপী ৫৩তম বার্ষিক ওরস উপলক্ষে অনুষ্ঠিত সমাপনী সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যাংকার ড. এম ইউনুছ মিয়া। প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার জামিল আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন হযরত এডভোকেট ড. এম শহিদুল ইসলাম ও রকীব শাহ গ্রন্থের লেখক বিমল কর। তাঁরা বলেন, রকীব শাহের এই মরমি চেতনাই তাঁকে সৎ, সাধু, পুত, পবিত্র জীবনযাপনে সাহস জুগিয়েছে। তাঁর জীবনদর্শন আবিষ্কার করা আমাদের একান্ত দায়িত্ব।
শহরের কাজিটুলায় রকীব শাহের মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সামসুল ইসলাম মুন্না। ধন্যবাদ বক্তব্য প্রদান করেন পরিষদের সভাপতি ডক্টর কাজী কামাল আহমদ। বিজ্ঞপ্তি