কানাইঘাটে নৌকার প্রধান কার্যালয়ের উদ্বোধন

24

কানাইঘাট থেকে সংবাদদাতা :
আসন্ন কানাইঘাট উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরীর নৌকা প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেল ৪ টায় কানাইঘাট উত্তর বাজারে নৌকার অফিস উদ্বোধন কালে চেয়ারম্যান প্রার্থী মুমিন চৌধুরী সহ উপজেলা আ’লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ দলের বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থক, বাজারের ব্যবসায়ী সহ নানা শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এছাড়া নৌকার প্রার্থী মুমিন চৌধুরী নির্বাচনী এলাকায় সভা সমাবেশ, মতবিনিময় গণসংযোগ অব্যাহত রেখেছেন। দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি গতকাল শুক্রবার বাদ জুম্মা ডালাইচর জামে মসজিদ প্রাঙ্গনে সর্ব স্তরের ভোটারদের সাথে মতবিনিময় করেন। এছাড়া তিনি সুতারগ্রাম, গোসাইনপুর এলাকায় গণসংযোগ এবং সাতবাঁক ইউপির ভবানীগঞ্জ ও লোভারমুখ বাজারের আ’লীগ আয়োজিত নির্বাচনী সভায় বক্তব্য রাখেন। তাছাড়া গত বৃহস্পতিবার মুমিন চৌধুরী দিনভর কানাইঘাট পৌর এলাকার প্রশাসন পাড়া এলাকার ব্যবসায়ী ও সর্বস্তরের ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ করেন বিকেল ৩টায় কানাইঘাট লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপি আ’লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আয়োজিত স্থানীয় মন্তাজগঞ্জ বাজারে কর্মী সমাবেশে বক্তব্য রাখেন এবং বাজারে আগত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তার সাথে উপজেলা আ’লীগ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সন্ধ্যা ৬টায় পৌর শহরস্থ আল-রিয়াদ কমিউনিটি সেন্টারে পৌর আ’লীগের উদ্যোগে আয়োজিত বর্ধিত সভায় বক্তব্য রাখেন। পৃথক এসব সভায় চেয়ারম্যান প্রার্থী মুমিন চৌধুরী বলেন, কানাইঘাট বাসীর খেদমত করার জন্য দীর্ঘ ৪০ বছর ধরে মানুষের পাশে থেকে সমাজ সেবা মূলক কাজ করে যাচ্ছি। আমার চাওয়া পাওয়ার কিছু নেই। বিগত ৩টি জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৫ আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলাম। দল যাকে মনোনয়ন দিয়েছে তার পিছনে বঙ্গবন্ধুর একজন সৈনিক হিসাবে কাজ করে গেছি কখনো দল এবং নেত্রীর সাথে বেঈমানী করিনি। ১৮ মার্চের নির্বাচনে প্রধানমন্ত্রী আ’লীগের সভানেত্রী শেখ হাসিনা আমাকে উপজেলা নির্বাচনে নৌকা প্রতীক উপহার দিয়েছেন। দলীয় নেতাকর্মী ও সাধারন মানুষের প্রতি সম্মান জানিয়ে নির্বাচনে দাড়িয়েছি কানাইঘাট কে দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি শান্তিপূর্ণ আধুনিক মডেল উপজেলা গড়তে। দলমতের উর্ধ্বে উঠে সকলের অকুণ্ঠ সমর্থন পাচ্ছি। মুমিন চৌধুরী আরো বলেন, নৌকার বিপক্ষে অবস্থান নিয়ে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এরা আ’লীগের শত্র“, শেখ হাসিনার সৈনিক হতে পারে না। আ’লীগের নেতাকর্মী ও সমর্থক এবং সাধারণ ভোটাররা ১৮ মার্চের নির্বাচনে তাদেরকে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ।