সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী সাইকেল র‌্যালী

42
সুনামগঞ্জে দুর্নীতির বিরুদ্ধে সাইকেল র‌্যালি।

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
দুর্জয় তারুণ্য দুর্নীতি রুখবেই শ্লোগানকে সামনে রেখে সোমবার সকাল ১০টায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত ও সচেতন নাগরিক কমিটি (সনাক) সুনামগঞ্জ এর ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) দল ও তার সমমনা ‘ইয়েস ফ্রেন্ডস’ দলের উদ্যেগে দুর্নীতিবিরোধী সাইকেল র‌্যালী সম্পন্ন হয়েছে। শহরের কাজির পয়েন্ট থেকে র‌্যালীটি আলফাত স্কয়ার হয়ে আব্দুজ জহুর সেতু পর্যন্ত এবং পরবর্তীতে পুরাতন বাসস্ট্যান্ড হয়ে হাসননগর দিয়ে পুনরায় কাজির পয়েন্ট এ শেষ হয়েছে।
দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে জনসচেতনতা ও প্রতিরোধ সৃষ্টির লক্ষ্যে আয়োজিত র‌্যালীটিতে অর্ধশতাধিক ইয়েস, ইয়েস ফ্রেন্ডস ও তাদর সমমনা বন্ধুদের পাশাপাশি এতে আরও অংশগ্রহণ করেন সনাক সহ-সভাপতি ও ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) এর উপকমিটির আহ্বায়ক এডভোকেট খলিল রহমান, সনাক সহ-সভাপতি কানিজ সুলতানা, সদস্য হাজি সৈয়দূর রহমান, টিআইবি’র এরিয়া ম্যানেজার-সিভিক এনগেজমেন্ট মো: মাহবুব হোসেন ও সহকারী ম্যানেজার-অর্থ ও প্রশাসন মো: নাজমুস সাকিব।