সিলেট চেম্বারের পক্ষ থেকে এফবিসিসিআই-তে ডাইরেক্টর মনোনীত হয়েছেন সভাপতি সিপার

21

বাংলাদেশের ব্যবসায়ীদের সর্ববৃহৎ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ২০১৯-২০২০ ও ২০২০-২০২১ সাল মেয়াদের ডাইরেক্টর পদে সিলেট চেম্বার এর সভাপতি খন্দকার সিপার আহমদ-কে মনোনীত করা হয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার বিকাল ৫টায় চেম্বার বোর্ড রুমে এক জরুরী সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য যে, উক্ত জরুরী সভায় এফবিসিসিআই এর ২০১৯-২০২০ ও ২০২০-২০২১ সাল মেয়াদের সাধারণ পরিষদে প্রতিনিধি হিসেবে সভাপতি খন্দকার সিপার আহমদ, পরিচালক নুরুল ইসলাম, মোঃ ওয়াহিদুজ্জামান (ভূট্টো), ফালাহ উদ্দিন আলী আহমদ, মোঃ আব্দুর রহমান (জামিল) ও হুমায়ুন আহমদ এর নাম প্রেরণ এবং মনোনীত পরিচালক পদে সভাপতি খন্দকার সিপার আহমদ এর নাম প্রেরণের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এ বিষয়ে সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ পরিচালক প্রতিনিধি মনোনিত করায় সকল পরিচালকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বাংলাদেশ তথা সিলেটের ব্যবসায়ীদের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে সিলেটের প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, চেম্বারের সদস্যগণসহ সর্বস্তরের ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন এবং মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেন। সভায় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সহ সভাপতি মোঃ এমদাদ হোসেন, পরিচালক জিয়াউল হক, মোঃ সাহিদুর রহমান, পিন্টু চক্রবর্তী, নুরুল ইসলাম, মোঃ ওয়াহিদুজ্জামান (ভূট্টো), মুশফিক জায়গীরদার, আমিরুজ্জামান চৌধুরী, এহতেশামুল হক চৌধুরী, মুকির হোসেন চৌধুরী, আব্দুর রহমান, চন্দন সাহা, ফালাহ উদ্দিন আলী আহমদ, মোঃ আব্দুর রহমান (জামিল), হুমায়ুন আহমেদ, মোঃ আতিক হোসেন, মুজিবুর রহমান মিন্টু প্রমুখ। বিজ্ঞপ্তি