গোপালটিলার দেবোত্তর সম্পত্তি আত্মসাতের চেষ্টায় পূজা উদযাপন পরিষদের নিন্দা

21

গোপালটিলায় মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে ঐতিহ্যবাহী গোপালটিলার শ্রীশ্রী গোপালজিউর দেবতার সম্পত্তি আত্মসাতের অপচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গোপালটিলার দেবোত্তর সম্পত্তি সুরক্ষা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। নগরীর ঐতিহ্যবাহী গোপালটিলার শ্রী শ্রী গোপালজিউর আখড়ার প্রায় আড়াই শ’ বছরের প্রাচীন এই ধর্মীয় প্রতিষ্ঠান ও তার সম্পত্তি রক্ষা করা অতীব জরুরী। ঐতিহ্যবাহী মুরারী চাঁদ কলেজের পাশে অবস্থিত এই প্রাচীন প্রতিষ্ঠানের প্রাকৃতিক পরিবেশ সিলেটের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ স্থান। এই স্থানে সম্পূর্ণ বেআইনীভাবে দালান নির্মাণ করে আইনের প্রতি অশ্রদ্ধা যারা দেখাচ্ছেন তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, জনৈক শিক্ষা কর্মকর্তা ও একজন হোমিও চিকিৎসক সরকারের আইন অমান্য করে দেবোত্তর সম্পত্তিতে গৃহ নির্মাণ করছেন। তারা বলেন, দেবোত্তর সম্পত্তি আত্মসাতকারীগণদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিৎ। বর্তমান সরকারের ভাবমূর্তি বিনষ্টকারী ধর্মীয় সম্পত্তি আত্মসাতকারীদের বিরুদ্ধে সকলকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।
বিবৃতি দাতারা হলেন, পূজা উদ্যাপন পরিষদের কেন্দ্রীয় সিলেট বিভাগীয় যুগ্ম সম্পাদক এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট নিরঞ্জন কুমার দে, সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, মহানগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুব্রত দেব, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত। বিজ্ঞপ্তি