জাফলং ইসিএ এলাকায় যান্ত্রিক পদ্ধতিতে পাথর উত্তোলন না করতে উপজেলা প্রশাসনের মাইকিং

40

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ের (ইসিএ) আওতাভূক্ত এলাকায় মহামান্য হাইকোর্টের নির্দেশনা অমান্য করে যান্ত্রিক পদ্ধতিতে পাথর ও বালু উত্তোলন না করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সচেতন করা হয়েছে। শনিবার দুপুরে জাফলংয়ের ইসিএ এলাকায় মাইকিং করে যান্ত্রিক পদ্ধতিতে বালু বা পাথর উত্তোলন না করতে নিষেধাজ্ঞা এবং জাফলং এলাকার বিভিন্ন বাড়ি, প্রতিষ্ঠান, অথবা মাঠে পাথর উত্তোলনের বোমা মেশিন না রাখার জন্য এ নির্দেশনা দেওয়া হয়েছে। এ আইন অমান্য করে যদি কেউ যান্ত্রিক পদ্ধতিতে বালু বা পাথর উত্তোলন করে এবং এলাকার কোন বাড়ি/প্রতিষ্ঠান অথবা মাঠের কোন যায়গায় পাথর উত্তোলনের বোমা মেশিন পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল।