আল মাহমুদ

96

মো: আনোয়ার হোসেন ফারুক

না ঘুমানোর দলকে রেখে
গেলে তুমি কই,
ফুটবে না আর তোমার মুখে
কাব্য কথার খই?

বলবে না আর রাতের তারায়
কাব্যবাসর গড়ে,
যাবে না আর আলোর পথে
অবারিত লড়ে?

ডাকবে না আর মশাল হাতে
জাগানিয়ার সুরে,
সাজবে না আর জুমাবারে
নুরানী ওই নুরে।

আছো তুমি হৃদজমিনের
কাব্যরাজার বেশে,
আল মাহমুদ-ই মানে হলো
গর্ব বাংলাদেশে।

কবি আমার ঘুমে থেকো
প্রশান্তিময় কোলে,
জান্নাতি ওই গুলবাগেতে
সোনার কুরশী দোলে।