জান্নাতের ঠিকানা

51

আবুল খয়ের

মা’গো তুমি যাচ্ছ কোথায় –
আমায় বলে যাও,
চরণ ধূলির পরশখানি-
আমায় দিয়ে দাও।

তোমার চরণ ধূলি মা’গো-
মাখবো আমার গায়,
জান্নাতেরি মুকুট যেন-
তোমার দুটি পায়।

মুখের কথা নয়তো মা-গো-
কুরআন বলে যায়,
মাতৃচোখের মনি হলে –
তবে জান্নাত পায়।

মুকুট মা’গো তুমি আমার-
শিরে রবে তাই,
তোমার চরণ তলে মাতা-
দিও’গো আমায় ঠাঁই।