দিবে তিনি জয়

22

মো: আরিফ হোসেন

সাবধানে হেঁটে চল
হাতে রেখে হাত,
মালিকের কাছে সবে
করো মোনাজাত।

বিপদের দিন তাকে
পাশে শুধু চাও,
আর যত ভয়-ভীতি
সব ভুলে যাও।

তিনি যদি পাশে থাকে
ভয় আর কিসে?
আঁধারের কিনারেও
পেয়ে যাবে দিশে।

অতীতের ইতিহাস
জেনে নাও সব,
মুমিনের পাশে পাশে
ছিলো সদা রব।

ঈমানের বল দিয়ে
তারা ছিল সেরা,
কোরআনের প্রেম দিয়ে
মন ছিল ঘেরা।

কাফেরের কাছে কভু
হয়নিতো নত,
বীর হয়ে করেছিল
প্রতিবাদ কত।

বিজয়ের মালা তাই
পরেছিল তারা,
মালিকের রহমত
পেয়েছিল সারা।

এখনও সে মালিক
তোমাদের রব,
সুরে সুরে তাঁর নামে
তোল কলরব।

কুদরতি ইশারায়
দিবে তিনি জয়,
তাকে ছাড়া কাউকেও
পাবে নাতো ভয়।