বসন্ত এলো বলে

25

ফেরদৌসী খানম রীনা

গাছে গাছে ফুল ফুটেছে,
বসন্ত এলো বলে,
পাখিরা গান ধরেছে
সিগ্ধ বসন্তের সকালে।

বসন্তের আবেশে রঙিন
হলো কৃষ্ণচূড়া, দোপাটি,
বনে বনে কোকিলের গানে
উদাসি হলো মনটি।

মনে মনে জেগে উঠলো,
নতুন এক আমেজ,
ভালোবাসার পরশে যেন
মন হলো সতেজ।

পাখিদের কলকাকলিতে
রঙ ধরছে মনে,
বসন্তের মাতাল হাওয়ায়
মন হারায় প্রতি ক্ষণে।

প্রকৃতির সৌন্দর্যে মন,
হলো পাগলপারা,
আনন্দে উল্লাসে মন
আজ আত্মহারা।