প্রাণপ্রিয় মা

33

মো: জাহাঙ্গীর আলম

মাগো তুমি কেমন আছো
ঐনা কবর মাঝে,
তোমার কথা পড়ে মনে
থাকি যতই কাজে?

তুমি আমায় যতন করে
আগলে ছিলে বুকে,
তোমায় ছাড়া পাগলপারা
কেমনে থাকি সুখে?

তোমার মুখে খোকা ডাকে
ফুটত মুখে হাসি,
প্রাণের চেয়ে মাগো আমি
তোমায় ভালোবাসি।

তোমায় ছাড়া ধরার বুকে
আজও পাগলপারা,
ছয়টি বছর থেকে আমি
তোমার আদর ছাড়া!!

প্রভু আমি তোমার কাছে
করুণ সুরে চাই,
মা’কে তুমি দয়া করে
দিও জান্নাতে ঠাঁই।