বসন্ত

30

খোরশেদ আলম খোকন

আজ এই দিন এই বসন্তে,
প্রিয়ার বেনীচুল খসে যাবে
এলোমেলো উচ্ছ্বাস ফাগুনে।

তেজ দীপ্ত বয়:সন্ধি ক্ষণে কাঠফাটা রোদ্রে
শত শত কোকিলের সুমধুর গান,
সময় অসময় দিনরাত নেই!
গড়াগড়ি খাবে কত,
প্রত্যহ শিমুলীর টুকটুকে লাল টিপগুলো… নিয়তির চুম্বনে কোমল পাপড়ি, আলতা রং
বয়সের দিনলিপি গুনে গুনে একদিন সে আবার ঠিকঠাক মিশে যাবে মাটিতে।
আদরে আর কেউ ডাকবেনা শিমুলী!
তারপর…
সে বাসন্তী হয়ে কোনো এক সন্ধ্যায়;
বিটঘুটে অন্ধকারে স্বপ্নের জাজিমে
নুপুরের পদধ্বনি এঁকে যাবে বুকে
নয়তো কোনো এক শান্ত শিশিরে,
এ ফাগুন বসন্তে তুমি এসো!
দ্বিপ্রহরে বসে গান গেয়ে শুনাবো তোমায়…
বাঁশিতে সুর তুলে তুলে দীর্ঘশ্বাসে!
জলের আদ্রতায় ভিজে যাব তুমি আমি।