দুই সপ্তাহের মধ্যে দৃষ্টি প্রতিবন্ধী শিল্প পণ্য মেলার অনুমতি প্রদানের নির্দেশ

41

স্টাফ রিপোর্টার :
সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ (রহ.) থানার অন্তর্গত বটেশ্বর বাজারে আগামী দুই সপ্তাহের মধ্যে বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধী কল্যান সোসাইটির উদ্যোগে শিল্প পণ্য মেলার অনুমতি প্রদানের জন্য সিলেট জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। মঙ্গলবার (১৯ ফেব্র“য়ারি) বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর হাই কোর্ট বিভাগ এই আদেশ প্রদান করেন। এর আগে মেলা আয়োজন ও অনুমতি চেয়ে উচ্চ আদালতে (রীট পিটিশন নম্বর ১২৩৭০/১৮ ইং) দাখিল করেন বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সোসাইটির সভাপতি এম এম মোশাররফ হোসাইন। সেই রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে শুনানী শেষে বাংলাদেশ হাই কোর্ট বিভাগ’র বিচারপতি তারিক উল হাকিম এবং মো. সরোয়ারুল এর দ্বৈত্য বেঞ্চ দুই সপ্তাহের মধ্যে দৃষ্টি প্রতিবন্ধী শিল্প পণ্য মেলার অনুমতির জন্য আদেশ প্রদান করেন। আদেশের অনুলিপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, সিলেটের জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিলেট, সহকারী কমিশনার সিলেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলেট সদর, এসএমপি পুলিশ কমিশনারের বরাবরে প্রেরণ করা হয়। এর আগে গত বছর সিলেট সদর উপজেলার বটেশ্বর বাজারে দৃষ্টি প্রতিবন্ধি শিল্প পণ্য মেলা এর আয়োজন করেছিলেন বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সোসাইটি। পরবর্তিতে প্রশাসন মেলাটি বন্ধ করে দেয়।
মেলার আয়োজক বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সোসাইটির সভাপতি এম এম মোশাররফ হোসাইন বলেন, মেলা করার জন্য আমরা বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনুমোদন নিয়েছিলাম। সব ধরণের প্রস্তুতিও সম্পূর্ণ হয়েছিল। কিন্তু জেলা প্রশাসন কোন কারণ ছাড়াই মেলাটি বন্ধ করে দেয়। এর পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতে রিট আবেদন করি। তখন আদালত মেলা অনুমতি প্রদানের জন্য সিলেটের জেলা প্রশাসনকে নির্দেশ দেন। কিন্তু সে সময় জেলা প্রশাসন জাতীয় নির্বাচনের জন্য মেলা না করার কথা উল্লেখ্য করেন। নির্বাচনের পরে মেলা আয়োজক কর্তৃপক্ষ পুনরায় ( ৮ জানুয়ারি ১৯ ইং) মেলার অনুমতি চেয়ে সিলেটের জেলা প্রশাসক বরাবরে আবেদন করেন। তখনও মেলা চালু ও অনুমতির ক্ষেত্রে জেলা প্রশাসক কোন সাড়া দেননি। পরবর্তীতে সেই আবেদনের বিষয়টি উচ্চ আদালতকে জানান মেলা আয়োজক কর্তৃপক্ষ। সেই আবেদন ও রিট শুনানী শেষে এসএমপির শাহপরাণ (রহ.) থানার বটেশ্বর বাজারে আগামী দুই সপ্তাহের মধ্যে দৃষ্টি প্রতিবন্ধী শিল্প পণ্য মেলার অনুমতি প্রদানের জন্য ধরণের সহযোগিতার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।