শিক্ষকদের প্রশিক্ষণ উদ্বোধনকালে আরিফুল হক ॥ পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই

32

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘দেশের উন্নয়নে প্রশিক্ষিত জনবল প্রয়োজন। তেমনি শিক্ষার উন্নয়নে প্রশিক্ষিত ও দক্ষ শিক্ষক প্রয়োজন। পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই। সিলেট সিটি করপোরেশন পরিচালিত চারটি প্রাথমিক বিদ্যালয়ের প্রি-প্রাইমারি শিক্ষকদের ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় সিলেট সিটি করপোরেশন আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচি গতকাল শনিবার সকালে চৌহাট্টাস্থ ভোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয়ে শুরু হয়। প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে তথ্যজ্ঞ ব্যক্তি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী ও ভোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিজয় ভূষণ ধর। সিলেট সিটি করপোরেশনের শিক্ষা কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ-এর সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইউনিসেফ বাংলাদেশের সিলেট ফিল্ড অফিসের শিক্ষা কর্মকর্তা তানিয়া লাইজু সুমি। উদ্বোধন অনুষ্ঠানে সিটি বেবী কেয়ার একাডেমীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুন্নাহার বেগম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি