জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ঝুঁকিপূর্ণ ৫টি গর্তে পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা

34
জাফলংয়ে ঝুঁকিপূর্ণ একটি গর্ত বন্ধ করা হচ্ছে।

কে.এম.লিমন গোয়াইনঘাট থেকে :
জাফলংয়ে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান চালানো হয়েছে। গতকাল শনিবার গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পালের নেতৃত্বে জাফলংয়ের সংগ্রামপুঞ্জি এলাকায় এ অভিযান চলে। অভিযানে সংগ্রামপুঞ্জি এলাকায় ঝুঁকিপূর্ণ ৫টি গর্ত থেকে পাথর উত্তোলনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।
এ সময় গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল জলিল, সেকেন্ড অফিসার এসআই জুনেদ আহমেদসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে গোয়াইনঘাটের ইউএনও বিশ্বজিত কুমার পাল জানান, জাফলংয়ের সংগ্রামপুঞ্জি এলাকায় অভিযান চালিয়ে পাথর উত্তোলনের ঝুঁকিপূর্ণ ৫টি গর্ত বন্ধ করে দেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্য করে যদি কেউ গর্তগুলো থেকে পাথর উত্তোলনের পাঁয়তারা করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।