বড়লেখায় সংবাদ সম্মেলনের মাধ্যমে সিরাজের চেয়ারম্যান প্রার্থীতা ঘোষণা

18

বড়লেখা থেকে সংবাদদাতা :
বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন জেলা আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মুহাম্মদ সিরাজ উদ্দিন। শনিবার দুপুরে পৌরশহরের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি প্রার্থীতা ঘোষণা করে বলেন, ছাত্রজীবন থেকেই তিনি আ’লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। বিভিন্ন আন্দোলন কর্মসূচিতে একজন সক্রিয় কর্মী হিসেবে অংশ নেন। কখনও আদর্শচ্যুত হননি। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তিনি আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। একজন মুক্তিযোদ্ধা হিসেবে তাকে দলীয় মনোনয়ন দেয়া হবে বলে আশা করেছিলেন। মনোনয়নপত্রের সাথে জমা দেয়া জীবন বৃত্তান্তে তিনি এসব কথা উল্লেখ করেন। এরপরও দল থেকে তাকে মনোনয়ন দেয়া হয়নি। তিনি মনে করেন আ’লীগের মনোনয়ন বোর্ড তার প্রতি অবিচার করেছেন। তাই তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এজন্য তিনি সাধারণ মানুষসহ সকলের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, সুবেদার আব্দুল খালিক, রিয়াজ উদ্দিন, ফনি চন্দ্র শীল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মুহাম্মদ শাহজাহান, মুক্তিযোদ্ধা সন্তান মুমিনুর রহমান টনি, আলতাফ হোসেন মাসুম, তাজুল ইসলাম, সামছুল ইসলাম রিফাত প্রমুখ।