ছাতকে স্কুলছাত্রীর শ্লীলতাহানীর প্রতিবাদে মানববন্ধন

51

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকের জাউয়ায় এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে মারধর ও শ্লীলতাহানীর প্রতিবাদে ও উত্যক্তকারী বখাটের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। বৃহস্পতিবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহা সড়কের জাউয়াবাজার ডিগ্রি কলেজ এলাকায় জাউয়া ডিগ্রি কলেজ, জালালাবাদ উচ্চ বিদ্যালয়, গনিপুর উচ্চ বিদ্যালয়, পাইগাঁও উচ্চ বিদ্যালয়, সালেহ আহমদ স্কুল এন্ড কলেজ, আল মনির জামেয়া ইসলামিয়া মাদ্রসাসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেয়। আব্দুল মছব্বিরের সভাপতিত্বে ও সৈয়দুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, প্রভাষক নাজমুল হক, রহিম উদ্দিন, শাহিন মিয়া তালুকদার, হেলাল উদ্দিন, আঙ্গুর মিয়া, শশাংক দত্ত, শামীম আহমদ প্রমুখ। সভায় বক্তরা বলেন, বখাটে আব্দুর রউফ এর আগেও স্কুল-কলেজের ছাত্রীদের বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল। বখাটে আব্দুর রউফকে অভিলম্বে গেফতার করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান বক্তারা। প্রতিবাদ সভা চলাকালে ছাতক থানার ওসি আতিকুর রহমান ও জাউয়া পুলিশ দতন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক নির্মল চন্দ্র দেব উপস্থিত হয়ে বখাটে আব্দুর রউফকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে আন্দোলনকারীদের আশ্বস্ত করেন।
উল্লেখ্য জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী জাউয়া ডিগ্রি কলেজ কেন্দ্রের এসএসসি পরীক্ষার্থী। গত বুধবার বিকেলে জাউয়াবাজার মসজিদের সামনে অটো রিক্সা থেকে নামার পর উদ্দেশ্যমূলক ভাবে ভিকটিমকে ধাক্কা দেয়। এ সময় ভিকটিম প্রতিবাদ করলে বখাটে আব্দুর রউফ ক্ষিপ্ত হয়ে তাকে মারধরসহ তার শ্লীলতাহানী ঘটায় বলে জানা গেছে।