সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভিসি নিয়োগে রাষ্ট্রপতির সম্মতি

93

কাজিরবাজার ডেস্ক :
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এসআইইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) নিয়োগের জন্য সম্মতিপত্র প্রদান করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এ সংক্রান্ত একটি পত্র হাতে পেয়েছেন বলে জানিয়েছেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড আব ট্রাস্টিজের চেয়ারম্যান শামিম আহমদ।
জানা যায়, দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসির পদ শুন্য রয়েছে। প্রায় সবকটি প্রশাসনিক পদের কার্যক্রম চলছে ভারপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে। কিছুদিন পূর্বে স্থায়ী ক্যাম্পাসের জন্য বিশ্ববিদ্যালয় নামে ২ একর জায়গা দান করেছেন বিশ্ববিদ্যালয়েরে ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান শামীম আহমদ। তাছাড়া বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ড নিয়েও রয়েছে পাল্টাপাল্টি মামলা। যা আদালতে বিচারাধীন। তবে মামলা থাকলেও ভিসি নিয়োগে আর কোনো বাধা থাকল না।
এ ব্যাপারে জানতে চাইলে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান শামীম আহমদ বলেন, আমরা অত্যন্ত আনন্দিত। মঙ্গলবার মহামান্য চ্যান্সেলর (রাষ্ট্রপতি) কর্তৃক ভিসি নিযোগের জন্য একটি পত্র পেয়েছি। কবে নাগাদ ভিসি জয়েন করতে পারেন? এমন এক পশ্নের জবাবে তিনি বলেন, সবেমাত্র পত্র পেয়েছি, প্রক্রিয়া চলছে। তবে আমরা আশাবাদী, দ্রুত ভিসি নিয়োগর প্রক্রিয়া চূড়ান্ত হবে। এ ব্যাপারে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকদের সহযোগিতা কামনা করেন।
ভিসি নিয়োগে রাষ্ট্রপতি কর্তৃক প্রেরিত পত্রের সত্যতা স্বীকার করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) উচ্চপদস্থ এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের মালিকানা নিয়ে দ্বন্দ্ব থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থীদের স্বাক্ষর করা একটি আবেদনপত্রের প্রেক্ষিতে সাধারণ ছাত্রছাত্রীদের ভবিৎষতের কথা বিবেচনা করে চ্যান্সেলর মহামান্য (রাষ্ট্রপতি) ভিসি নিয়োগে পত্র দিয়েছেন।