জৈন্তাপুরে চিহ্নিত রাজাকার পুত্র লিয়াকত এর দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন

48

জৈন্তাপুর থেকে সংবাদদাতা :
জৈন্তাপুর উপজেলার চিহ্নিত রাজাকার ওয়াজেল আলী টেনাই এর পূত্র জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুর্নীতিবাজ লিয়াকত আলীর দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ডাকে স্থানীয় দরবস্ত বাজারে গতকাল ১২ ফেব্র“য়ারী মঙ্গলবার বিকাল ৪টায় সময় মানববন্ধন পালন করা হয়।
জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক মোঃ মনির আহমদ এর সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান জামাল উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মুজম্মিল আলী, বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, বীর মুক্তিযোদ্ধা সমসুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ আলী, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের দরবস্ত ইউনিটের সদস্য আজির উদ্দিন, বিলাল আহমদ, আবুল কালাম, জাহেদ আহমদ, আলতাফ হোসেন, মুজিবুর রহমান, কেফায়েত উল্লাহ, সিরাজুল হক, কামাল আহমদ, আশিক উদ্দিন, ইয়াহিয়া, শামিম আহমদ, কামাল আহমদ প্রমুখ।
মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধাগণ বলেন- আগামী ৭২ ঘন্টার মধ্যে দলীয় মনোনয়ন বাতিল করার দাবী জানান, ১৪ ফেব্র“য়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ বরাবরে প্রধানমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি প্রেরণ করা হবে। ৭২ ঘন্টার মধ্যে দলীয় মনোনয়ন বাতিল না করা হলে সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত এলাকায় সড়ক অবরোধের কর্মসূচী ঘোষণা দেন।