সিলেট সদরে আশফাক আহমদকে মনোনয়ন দেওয়ায় ইচ্ছাপূরণ হলো তৃণমূল আওয়ামী লীগের

89

উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপের ১২২টি উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। ১০ ফেব্রুয়ারি রবিবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যার মধ্যে মর্যাদাপূর্ণ সিলেট সদর উপজেলাও রয়েছে। আর এ উপজেলায় টানা দুইবারের নির্বাচিত চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, হেভিয়েট প্রার্থী আলহাজ্ব আশফাক আহমদও রয়েছেন। হাই কমান্ডের এ সিদ্ধান্তকে অভিনন্দন জানাচ্ছেন তৃণমূল পর্যায়ের ওয়ার্ড, ইউনিয়নের সভাপতি-সম্পাদক, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী।
এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আশফাক আহমদ জানান, আমি দলের যেকোন সিদ্ধান্তের উপর শ্রদ্ধাশীল। আমার উপর আস্থা রাখায় কৃতজ্ঞতা জানাই, আওয়ামী লীগ সভাপতি, জননেত্রী শেখ হাসিনা, দলের মনোনয়ন বোর্ডের সকল সদস্যসহ দলের নীতি নির্ধারকদের প্রতি। আমার বিশ্বাস ছিলো, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সমর্থন এবং আস্থা, জননেন্ত্রী শেখ হাসিনা, কেন্দ্রীয় আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ এটা মূল্যায়ন করবেনই। এ জন্য আমি তৃণমূল পর্যায়ের ওয়ার্ড, ইউনিয়নের সভাপতি-সম্পাদক, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞ। তিনি লন্ডন, সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা নিয়মিত খোঁজখবর নিয়েছেন এবং দোয়া করেছেন, তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি আশা করি আগামী ১৮ মার্চের নির্বাচনে সবাই মিলে নৌকাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। তিনি দলীয় মনোনয়ন পাওয়ায় কোন মিছিল শোডাউন না করে মসজিদে শোকরানা দোয়া মাহফিল করার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতিও তিনি এ আহ্বান জানান। বিজ্ঞপ্তি