হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)’র মাজার জিয়ারত করলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী

119
হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ছবি- রেজা রুবেল

স্টাফ রিপোর্টার :
টানা তৃতীয় বারের মত স্পিকার নির্বাচিত হওয়ার পর প্রথম স্পিকার শিরীন শারমিন চৌধুরী সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করেন। গতকাল শনিবার দুপুরে তিনি মাজারে পৌঁছে নারী ইবাদত খানায় নামাজ আদায় ও ফাতেহা পাঠ করেন। পরে বিকেল ৪টার দিকে হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করেন তিনি।
এর আগে দুপুর সোয়া ১টায় একটি বেসরকারি বিমানে করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান স্পিকার। বিমানবন্দরে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান। পরে তিনি সিলেট সার্কিট হাউসে বিশ্রাম শেষে মাজার জিয়ারতে বের হন।
মাজার জিয়ারতকালে ড. শিরীন শারমিন চৌধুরী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ দেশের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন। দেশের কল্যাণ কামনা করে মোনাজাত করেন স্পিকার।
একদিনের এই সিলেট সফর শেষে শনিবার রাতেই ঢাকা ফিরছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।