কৃষি উপকরণের দাম কমাতে হবে – কৃষক ফ্রন্ট

23

সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট সিলেট জেলা শাখার উদ্যোগে দাবি মাস উপলক্ষে ৮ ফেব্র“য়ারি সন্ধ্যা ৬টায় পীরের বাজারে এক হাটসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।
কৃষক ফ্রন্ট সদর উপজেলা সাধারণ সম্পাদক রুমন বিশ্বাসের সভাপতিত্বে হাটসভায় বক্তব্য রাখেন বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, প্রণব জ্যোতি পাল, এনামুল হক সামি, সাজ্জাদ হোসাইন, কামাল মিয়া, আমির প্রমুখ।
হাটসভায় বক্তারা বলেন, কৃষি ফসলের লাভজনক দাম নিশ্চিত করার ক্ষেত্রে সরকার ব্যর্থ। ক্ষেতমজুরের সারা বছর কাজ নেই। কৃষকের উপর হয়রানিমূলক সার্টিফিকেট মামলা করা হয়েছে। বক্তারা কৃষি উপকরণের দাম কমানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি