অন্তর্জ্বালা

70

মাহবুবুর রহমান

আলো-কালোর লুকোচুরি
সংসারে সঙখেলা
এমনিভাবে চলতে থাকে
জীবন নামের ভেলা।

ভাঙা-গড়ার দারুণ খেলা
নিত্য চলে কতো
দগ্ধ পিঠ আর বিক্ষত বুক
চিতই পিঠার মতো।

দমকা হাওয়ার চোটে যখন
ধেয়ে আসে ঢেউ
যার ব্যথা সে নিজেই বোঝে
বোঝেনা তো কেউ।