ভাষার গান

18

জিল্লুর রহমান পাটোয়ারী

ভাষার গান রক্তের বান,
একুশ এলো ফিরে –
ফুল দিয়ে তাই শ্রদ্ধা করি,
শহীদ মিনার ঘিরে।

ফুলের মালা সাজাই ডালা,
পরিয়ে দেবো বলে –
চল যাই চল সবাই মিলে ,
শহীদ মিনারে।

শ্রদ্ধা করি শহীদ ভাইদের,
পণ ধরি গান মুখে –
ভাষার জন্য জীবন দেবো ,
শক্তি সাহস বুকে।

শক্তি সাহস বুকে নিয়ে,
গাইব ভাষার গান –
চল রে তরুণ চল রে জোয়ান,
ভাষার রাখি মান।