রক্তে রাঙ্গানো একুশ

24

মো: ছিদ্দিকুর রহমান

রক্তে রাঙ্গানো একুশ তুমি
এক বিষে ভরা বীণ,
কত ভাইকে মারলে ছোঁবল
হয়ে বিষাক্ত নাগীন।

রক্ত পিপাসু একুশ তুমি
করে শহীদদের ঘায়েল,
কত বোনের নিয়েছ কেড়ে
পা থেকে খুলে পায়েল।

শহীদ ভাইদের করে কাবু
বাজিয়ে বিষের বীন,
আমার ভাইয়ের রক্তে তুমি
নিয়েছ ভাষার ঋণ।

ভাষার জন্যে এই দিনেতে
কত, নিয়েছ তাজা প্রাণ,
শূন্য করে বুকটা মায়ের
তুমি কেড়েছ সন্তান।

বছর ঘুরে ফেব্রুয়ারীতে
একুশ তুমি এলে,
মনে পড়ে বায়ান্নর কথা
যায়নি আজো ভুলে।