মেয়াদোত্তীর্ণ পণ্য ও নোংরা খাবারের দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

20

স্টাফ রিপোর্টার :
মেয়াদোত্তীর্ণ পণ্য ও মূল্য হাতে লেখার অপরাধে নগরীর ৪টি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এরমধ্যে রয়েছে জিন্দাবাজারের বারুতখানা এলাকার হটপট রেষ্টুরেন্ট।
হোটেলটির রান্নাঘরে খাবারের উপর ভেজা কাপড় রাখায় ও সেই কাপড় থেকে ময়লা পানি পড়তে দেখে আদালত হোটেলটিকে ১০ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে জিন্দাবাজারের গ্যালারিয়া মার্কেটের এলজি আর ও শাকিব কসমেটিক্সে পণ্যের গায়ে হাতে মূল্য লিখে রাখার অপরাধে ৩ হাজার করে মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়ার আম্বরখানার মেট্রোট্রেডিং অ্যান্ড ষ্টোরে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক (মেট্রো) মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, ভেজাল খাবার ও মানহীন পণ্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার আইনে অভিযান চালিয়ে সিলেটের ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।