মেজরটিলায় আবারো সড়ক দুর্ঘটনায় আহত ১, প্রতিবাদে রাস্তা অবরোধ

36

স্টাফ রিপোর্টার :
আবারও মেজরটিলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মুজিবুর রহমান (৫০) নামের এক ব্যক্তি। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে প্যারাগন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। ট্রাক ও মটর সাইকেল সংঘর্ষে গুরুতর আহত মুজিবুর রহমানকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে সড়ক দুর্ঘটনার পর মেজরটিলা এলাকার সাধারণ জনতা রাস্তা অবরোধ করে রাখে। এ সময় উভয় পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে আধাঘন্টা সড়ক অবরোধ করার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুঘর্টনা কবলিতস্থানে স্পিড ব্রেকার দেয়ার আশ্বাস দিলে জনতা তাদের অবরোধ তুলে নেয়।
এর আগে ওই স্থানে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা সারোয়ার মারা যান। আরেক ছাত্রলীগ নেতা অনিক গুরুতর আহত হয়। তখন মেজরটিলায় স্পিড ব্রেকার এর দাবি তুলে সড়ক অবরোধ করে সাধারণ জনতা। তবুও স্পিড বেকার নির্মাণ করেনি সড়ক বিভাগ।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, সড়ক দুঘর্টনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তায় স্পিড ব্রেকারের আশ্বাস দিলে এলাকাবাসী তাদের অবরোধ তুলে নেয়। এখন রাস্তা দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।