এসআইইউ’তে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে দুই দিনব্যাপী Accounting Software এর কর্মশালা

38

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের ৪র্থ বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থীদের অংশগ্রহণে “Accounting Software Packages – Quick Book” শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা আরম্ভ হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো: মনির উদ্দিন। ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আয়েশা ইয়াসমীন এর সঞ্চালনায় ও ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ও প্রক্টর আবু ছয়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও জনসংযোগ পরিচালক মো: তারেক উদ্দিন তাজ। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মেহদী হাসান তুহিন, বিলকিছ আক্তার, প্রভাষক নেছার আহমেদ প্রমুখ।
কর্মশালাটি ৫ ও ৬ জানুয়ারী প্রতিদিন বিকাল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে চলবে। ম্যাক্সমাহ টেকনোলজি’র বিশেষজ্ঞ মাহাদী বিন মাজহার কি-রিসোর্স পারসন হিসাবে কর্মশালাটি পরিচালনা করছেন। বিজ্ঞপ্তি