সিলেট বইমেলায় সাংবাদিক মাহবুবুর রশিদের দুটি বই

28

কানাইঘাট থেকে সংবাদদাতা :
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম আলো বন্ধু সভা আয়োজিত বইমেলায় পাওয়া যাচ্ছে রম্য লেখক মাহবুবুর রশিদের দুটি বই। দুটিই রম্য গল্পের বই। একটির নাম ‘দাঁত খুলে হাসি’ অপরটি ‘খালি পেটে হাসি’। শ্রীহট্ট প্রকাশ থেকে বই দুটি প্রকাশিত হয়েছে।
‘খালি পেটে হাসি’ বইটির প্রচ্ছদ করেছেন আহমেদ ফারুক। ৪৭ পৃষ্ঠার বইটির মূল্য রাখা হয়েছে ১৩৫ টাকা এবং ‘দাঁত খুলে হাসি’ বইটির প্রচ্ছদ করেছেন জাহেদ হোসাইন রাহীন। ৬৪ পৃষ্ঠার বইটির মূল্য রাখা হয়েছে ১৭০ টাকা।
বই দুটি সম্পর্কে লেখক বলেন, মানুষকে কাঁদানোর চেয়ে হাসানো অনেক বেশি কঠিন। ছোট বেলা থেকে সেই কঠিন কাজটি করার আপ্রাণ চেষ্টা করছি মাত্র। যখন কাউকে কাঁদতে দেখি তখন তার দুঃখ শুনে পাশে দাঁড়াবার চেষ্টা করি। কারণ মানুষের মুখে হাসি দেখলে আমার অন্তর খুশিতে ভরে যায়। ‘দাঁত খুলে হাসি’ নামে প্রথম রম্য গল্পের বই প্রকাশিত হওয়ার পর পাঠক সমাজে ব্যাপক সমাদৃত হয়। আর পাঠকের অনুপ্রেরণা এবং ভালোবাসার কারণে পরবর্তীতে ‘খালি পেটে হাসি’ নামে অপর বইটি প্রকাশিত হয়।
বই দুটি পাওয়া যাবে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বইমেলায় শ্রীহট্ট প্রকাশের স্টলে।