বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে সেমিনার ॥ বাংলাদেশে প্রতি বছরে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান ৮৯ হাজার মানুষ

32

বিশ্বব্যাপী মৃত্যুর দ্বিতীয় কারণ হলো ক্যান্সার। বিশ্বে ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রতি মিনিটে মারা যান ১৭ জন মানুষ। গড় হিসেবে বছরে মারা যান ৯.৬ মিলিয়ন মানুষ। সেখানে বাংলাদেশে প্রতি বছরে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়া লোকের সংখ্যা ৮৯ হাজার। ৪ ফেব্র“য়ারী সোমবার বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে নর্থইষ্ট ক্যান্সার হাসপাতাল আয়োজিত সেমিনারে এসব তথ্য তুলে ধরেন বক্তারা। দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘আমি আছি, আমি থাকবো, আমি আপনাদের জন্য কিছু করবো’।
নর্থইষ্ট মেডিকেল প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ডা: মো: আফজল মিয়ার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন নর্থইষ্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর আতফুল হাই শিবলী।
নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা: সাব্বির হোসেনের পরিচালনায় সেমিনারে বক্তব্য রাখেন-হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: শাহরিয়ার হোসেন চৌধুরী, পরিচালক এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: মনজ্জির আলী, ক্যান্সার বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: মো: মোখলেছ উদ্দিন, শিশু বিভাগের অধ্যাপক ডা: মো: আজিজুর রহমান, সার্জারী বিভাগের অধ্যাপক ডা: মীর মাহবুবুল আলম, মেডিসিন বিভাগের অধ্যাপক ডা: আব্দুল খালেক বড় ভূইয়া, গাইনী বিভাগের অধ্যাপক ডা: নাহিদ ইলোরা ও ডেন্টাল বিভাগের এসোসিয়েট প্রফেসর  নেক নেনো ফেসিয়াল সার্জারী বিশেষজ্ঞ ডা: এস.এম. ইমরান হোসেন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নর্থইষ্ট ক্যান্সার হাসপাতালের সহকারী অধ্যাপক ডা: দেবাশীষ পাটোয়ারী। বিজ্ঞপ্তি