মানহানির ২ মামলায় খালেদা জিয়ার পরবর্তী শুনানি ১৯ ফেব্রুয়ারি

39

কাজিরবাজার ডেস্ক :
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা তথ্যের ভিত্তিতে ভুয়া জন্মদিন পালন ও যুদ্ধাপরাধীদের মদদ দেয়ার দুই মামলায় চার্জ গঠনের শুনানির তারিখ আগামী ১৯ ফেব্রুয়ারি ধার্য করেছে আদালত। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূর আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে এদিন ঠিক করেন। পুরান ঢাকার বকশীবাজারে অস্থায়ী আদালতে এ মামলার চার্জ শুনানির দিন ধার্য ছিল। খালেদা জিয়া এই দুই মামলায় গত ৩১ জুলাই ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পান। অন্য মামলায় তিনি কারাগারে রয়েছেন-জানিয়ে চার্জ শুনানি পেছানোর আবেদন করেন তার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া। শুনানি শেষে আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ১৯ ফেব্রুয়ারি চার্জ শুনানির নতুন দিন ঠিক করেন।
উল্লেখ্য ’১৬ সালের ৩ নবেম্বর জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী স্বীকৃত স্বাধীনতাবিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে দেশের মানচিত্র ও জাতীয় পতাকার মানহানি ঘটানোর অভিযোগে আদালতে একটি মানহানির মামলা দায়ের করেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রাক্তন যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম ’১৬ সালের ৩০ আগষ্ট ভুয়া জন্মদিন পালনের অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে আরেকটি মামলা করেন।