ওসমানীনগরে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ॥ শিক্ষা বিস্তারে ব্যাপক প্রশংসা কুঁড়িয়েছে আব্দু মিয়া কলেজ

23

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগরের মোল্লাপাড়া হাজি আব্দু মিয়া কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার দুপুরে কলেজ হলরুমে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ অধ্যাপক মাহমুদ মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আনিছুর রহমান বলেন, আমি এ উপজেলায় যোগদানের পর থেকে প্রবাসী পরিবারের উদ্যোগে স্থাপিত ওই কলেজের অনেক সুনাম শুনেছি। আমার জানা মতে এলাকার শিক্ষা বিস্তারে ইতিমধ্যে ব্যাপক প্রশংসা কুঁড়িয়েছে মোল্লাপাড়া হাজি আব্দু মিয়া কলেজ। কলেজের সার্বিক ক্ষেত্রে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব রকমের সহযোগিতা অব্যাহত থাকবে। কলেজটির অগ্রযাত্রায় শিক্ষক-শিক্ষিকাসহ সংশ্লিষ্ট সকলকে সচেতনার সাথে দায়িত্ব পালন করতে হবে। পাঠ্য শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সমাজের কল্যাণমুখী কাজে মনোযোগী করে তুলতে হবে। সমাজের নানাবিধ কুসংস্কার ও মাদকমুক্ত যুব সমাজ গড়তে শিক্ষার্থীদের আরও সচেতন করে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহবান জানান তিনি।
কলেজের প্রভাষক কয়েস উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তী, উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, যুক্তরাজ্য প্রবাসী আমিনুল ইসলাম চৌধুরী, দবির মিয়া, যুক্তরাষ্ট প্রবাসী ফয়সল আহমদ। বক্তব্য রাখেন, রুপালী ব্যাংক খাদিমপুর শাখার ব্যবস্থাপক জাকারিয়া হোসাইন, খাদিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, আওয়ামীলীগ নেতা দবির মিয়া, শওকত আহমদ সায়মন, হুসাইন আহমদ ছইল, সাবেক মেম্বার নুর হোসেন, মবশ্বির আলী, আব্দুল হান্নান, ইউপি সদস্য রুকন আহমদ চৌধুরী, সমাজসেবক ইলিয়াস হোসেন লেফাজ ও জাকির আহমদ প্রমুখ।