ফুলের মতো শিশুদের ফুটে উঠার অনুকূল পরিবেশ গড়তে হবে – এম.এ.গনি

22

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবী এম.এ.গনি বলেছেন, নিষ্পাপ ফুলের মতো শিশুরা একদিন ফুটে উঠবে সতেজরূপে, সেই ফুল ফোটার অনুকূল পরিবেশ গড়ে তুলতে হবে। আমাদের প্রতিবন্ধী শিশুদেরকে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জ্ঞান-ধারণা দিয়ে গড়ে তুলার দায়িত্ব আমাদের সকলের। মুক্তিযুদ্ধের আদর্শ, যুদ্ধের স্মৃতি তাদের সামনে তুলে ধরে মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। বাংলা ভাষাকে মুখে ও মনের মধ্যে ধারন করে এসকল প্রতিবন্ধী শিশুদেরকে নিয়ে বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে দুর্বার গতিতে।
রাগীব রাবেয়া প্রতিবন্ধী ইনস্টিটিউটে আয়োজিত ‘ওরা মোর মুখের ভাষা কাইড়্যা নিতে চায়’ ‘চলো মুক্তিযুদ্ধের কথা শুনি’ শীর্ষক মুক্তিযোদ্ধার মুখে এদেশের মানুষের মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রামের ইতিহাস বর্ণনা নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রবিবার রোটারী ক্লাব অব সিলেট এলিগেন্সের সার্বিক ব্যবস্থাপনায় ও রাগীব রাবেয়া প্রতিবন্ধী ইনস্টিটিউটের অধ্যক্ষ শামীমা নাসরীন পপির সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানের চারুকলার শিক্ষক সুমন দেব ও শিক্ষিকা শাহনাজ বেগমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিলেটস্থ হবিগঞ্জ সমিতির সভাপতি ও জেলা সমাজসেবা বিভাগের প্রাক্তন উপ-পরিচালক মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম, রোটারি ডিস্ট্রিক্ট-৩২৮২-এর ডেপুর্টি গভর্ণর মো. দিলওয়ার হোসাইন, রোটারী এলিগেন্সের প্রেসিডেন্ট ডা. মুক্তাদির কুরেশী, দৈনিক সিলেটের ডাকের সিনিয়র সাংবাদিক হাজী এম. আহমদ আলী, ইন্সটিটিউটের কর্মকর্তা ডা. মো. ইউসুফ জাহান পিটি। বিজ্ঞপ্তি