সকল লোভের ঊর্ধ্বে থেকে জনকল্যাণে কাজ করেছি – আশফাক আহমদ

21

সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ বলেছেন, নিজের ব্যক্তিগত সকল কর্মকান্ড ছেড়ে দিয়ে মানুষের কল্যাণেই আত্মনিয়োগ করেছি। দশ বছর যাবৎ সকল লোভের ঊর্ধ্বে থেকে উপজেলা চেয়ারম্যান হিসেবে মানুষের কাজ করেছি। মানুষের ভালোবাসাই সবসময় আমাকে অনুপ্রেরণা যোগায়। আমার চিন্তা ভাবনা ছিল সদর উপজেলা একটি মডেল উপজেলায় পরিণত করা। আল¬হ তাআলার হুকুমে মডেল উপজেলা হিসেবে পরিণত করতে পেরেছি। আর তা সম্ভব হয়েছে সদ্য সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কারণে। কিন্তু সদর উপজেলায় অনেক কাজ এখনও অসমাপ্ত রয়ে গেছে। সেই কাজ গুলো করতে আরো কিছু সময় লাগবে।
২ ফেব্রুয়ারি শনিবার রাতে সিলেট সদর উপজেলা ৩নং খাদিমনগর ইউনিয়নের বাইশটিলা বাজারে ওয়ার্ডবাসী আয়োজিত একমত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন তিনি। বাইশটিলা জামে মসজিদের মোতাওয়াল¬ী হারিছ মিয়ার সভাপতিত্বে অটোরিক্সা সিএনজি আম্বরখানা সালুটিকর শাখার সেক্রেটারী মোঃ রফিক মিয়ার পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক বাবু সুব্রত পুরকায়স্থ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তারা মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মকসুদ আহমদ, অটোরিক্সা সিএনজি আম্বর খানা শাখার সাপতি আবুল হোসেন, জুনেদ সরকার, সাকির আলী মেম্বার, মানিক মিয়া, গিয়াস উদ্দিন, নজরুল ইসলাম, দিলওয়ার হোসেন, তইমুছ আলী, শিক্ষক রুহুল আমিন, আব্দুর রহীম মোতাওয়াল¬ী, সাইদুল ইসলাম, মজনু মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি