দলদলি চা-বাগানে জনতার হাতে ধরা পড়লো বন বিড়াল

18

শাহী ঈদগাহর হাজারীবাগ এলাকায় জনতার হাতে একটি বন বিড়াল ধরা পড়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার হাজারীবাগ এলাকা থেকে ওই বন বিড়ালকে কৌশলে ফাঁদ পেতে ধরা হয়। নব বিড়ালটি পাশ্ববর্তী চা-বাগান ও জঙ্গল থেকে লোকালয়ে চলে আসলে আতঙ্কিত হয়ে উঠেন এলাকার মানুষ। পরে দলদলি চা-বাগানের পাশের বাড়ি থেকে হাজারীবাগ এলাকার বাসিন্দা নিয়ামত আলী কৌশলে বন বিড়ালটিকে বড় একটি পিঞ্জিরায় বন্দি করে ফেলেন।
সকালে বনবিভাগকে জানালে বনবিভাগের কর্মীরা বিড়ালটিকে উদ্ধার করে টিলাগড় বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে নিয়ে যায়।
সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক ও ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান পাপ্পু সিলেটের বন কর্মকর্তাদের এ খবর দেন।
এ এলাকার পিছনেই সিলেটের প্রাচীন দলদলি চা বাগান। বাগান এলাকায় খাবার সংকটের কারণেই হয়তো বনবিড়ালটি লোকালয়ে হানা দিচ্ছিলো বলে স্থানীয়রা জানান।
সিলেট বিভাগীয় বন কর্মকর্তা আরএসএম মুনিরুল ইসলাম জানান, বনবিড়ালটি বর্তমানে টিলাগড় বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে পর্যবেক্ষণাধীন আছে এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বিড়ালটিকে খাদিমনগর জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে। বিজ্ঞপ্তি