নৌকা প্রতীক যে পাবে তার পক্ষে কাজ করতে হবে – এডভোকেট লুৎফুর রহমান

23

সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান বলেছেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক যে পাবে তার পক্ষে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এডভোকেট লুৎফুর রহমান ৩১ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে দলীয় প্রার্থী বাছাই উপলক্ষে বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনহার মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ¦ শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, দপ্তর সম্পাদক সাইফুল আলম রুহেল, শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার, উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা এডভোকেট আব্দুর রহিম, আওয়ামীলীগ নেতা আবদাল মিয়া, এম.এ মতিন, বীর মুক্তিযোদ্ধা আজিজুল কামাল প্রমুখ।
বর্ধিত সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীদের নাম চাওয়া হলে দু’জন প্রার্থীর নাম প্রস্তাব করা হয়। যথাক্রমে উপজেলা আওয়ামীলীগের সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান আনহার মিয়া। সভায় জেলা নেতৃবৃন্দ একজন প্রার্থী বাছায়ের লক্ষ্যে দু’প্রার্থীকে কিছু সময় বৈঠক করেন। বৈঠকে কোন সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়ায় ২/১ দিনের মধ্যে উভয়কে নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
বর্ধিত সভায় উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ তৃণমূল পর্যায়ের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি