কানাইঘাট আ’লীগের বর্ধিত সভা ॥ উপজেলা নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করা হয়নি

30

কানাইঘাট থেকে সংবাদদাতা :
আসন্ন কানাইঘাট উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী নির্ধারণ নিয়ে উপজেলা আ’লীগের বর্ধিত সভায় কোন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। প্রার্থী নির্ধারণে জেলা নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিবেন বলে ঘোষণা দেন প্রার্থীরা। সিলেট জেলা আ’লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে গতকাল বুধবার বিকেল ২টায় কানাইঘাট ডাকবাংলো প্রাঙ্গণে বিপুল সংখ্যক নেতাকর্মীদের উৎসব মুখর উপস্থিতিতে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এড. লুৎফুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে সারাদেশে উন্নয়নের জোয়ার বইছে। সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কানাইঘাটের উপজেলা নির্বাচনে আ’লীগ সমর্থিত প্রার্থীদের বিজয়ী করার জন্য আহ্বান জানিয়ে বলেন আজকের বর্ধিত সভায় আপনাদের মূল্যবান মতামত শীঘ্রই জেলা আ’লীগের নেতৃবৃন্দ ও উপজেলা আ’লীগের তৃণমূলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে দলীয় প্রার্থীদের তালিকা কেন্দ্রে প্রেরণ করা হবে। নির্বাচনে যিনি বিজয়ী হতে পারবেন তাকে দলীয় ভাবে উপজেলা চেয়ারম্যান প্রার্থী নির্ধারণ করে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত নিবেন তা’সবাইকে মেনে নিতে হবে। বর্ধিত সভার মধ্যখানে কানাইঘাট উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান ও পুরুষ-মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা কেউ কাউকে ছাড় না দিয়ে সমঝোতায় না আসায় বর্ধিত সভায় দলীয় নির্ধারিত কাউন্সিলরদের ভোট গ্রহণ করা হয়নি। তবে চেয়ারম্যান পদের প্রার্থী আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরী, উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, সাতবাক ইউপির চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আবুল খায়ের চৌধুরী, ছাত্রলীগ নেতা তারেক হাসান চৌধুরী, জেলা আ’লীগের নেতৃবৃন্দ দলীয় প্রার্থী নির্ধারন করতে যে সিদ্ধান্ত গ্রহন করবেন তা’ তারা মেনে নিবেন বলে বক্তব্য রাখেন। জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. লুৎফুর রহমানের বক্তব্যে শেষ হওয়ার পর মস্তাক আহমদ পলাশ ও আব্দুল মুমিন চৌধুরী কে দলীয় প্রার্থী চাই বলে তাদের সমর্থকরা পাল্টাপাল্টি মিছিল শুরু করলে সভাস্থলে কিছুটা উত্তেজনা শুরু হয়। তবে কোন ধরনের বিশৃংখলা ছাড়াই সভার সমাপ্তি ঘটে।
বর্ধিত সভায় উপজেলা আ’লীগের আহ্বায়ক সাবেক পৌর মেয়র লুৎফুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদের পরিচালনায় বিশেষ অথিতির বক্তব্যে রাখেন, জেলা আ’লীগের সহ সভাপতি মাসুক উদ্দিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খাঁন, কানাইঘাটের বর্ধিত সভার দায়িত্বপ্রাপ্ত নেতা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আরমান আহমদ শিপলু সহ জেলা ও উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কানাইঘাট পৌর আ’লীগের আহ্বায়ক জামাল উদ্দিন। বর্ধিত সভার শুরুতে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পত্র কিনেন ৬ জন প্রার্থী। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র কিনে দলের নির্বাচনী বোর্ডে জমা দেন।