প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি – গ্রীসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত

182

গ্রীসে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোঃ জসিম উদ্দিন বলেছেন, প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। তাদের সুযোগ সুবিধার প্রতি সরকার সব সময় যতœশীল। বাংলাদেশী প্রবাসীরা বিভিন্ন দেশে স্ব স্ব ক্ষেত্রে কর্মের মাধ্যমে অবদান রাখছেন এবং দেশের মুখ উজ্জ্বল করছেন।
গত ২৭ জানুয়ারী গ্রীসের রাজধানী এথেন্সের ত্রিয়ানন মুভি থিয়েটার হলে ‘প্রবাসীদের প্রাপ্তি ও প্রত্যাশা ঃ আমাদের করণীয়’ শীর্ষক এক সেমিনার এবং ‘লাভ ইজ এ ডেলিউজ’ শীর্ষক গানের মিউজিক ভিডিও’র ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রীসের মিনিষ্ট্রি অব ডিজিটাল পলিসি-এর টেলিকমিউনিকেশন ও মিডিয়া উপদেষ্টা কনস্টান্টিনিকোস ক্যারানসিওস, বাংলাদেশ দূতাবাসের কনসাল্লয় মোঃ খালেদ ও ডঃ ফারহানা নূর চৌধুরী, ফার্স্ট সেক্রেটারী সুজন দেবনাথ, বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীস-এর সভাপতি আবদুল কুদ্দুস, সিনিয়র সহ-সভাপতি আহসান উল্লাহ হাসান, ও সাধারণ সম্পাদক আবদুল খালেক মাতব্বরসহ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, কমিউনিটি, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি